ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা

প্রকাশিত: ২১:০৫, ১২ নভেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা

মার্কো রুবিও ও ক্রিস্টি নোয়েম।

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের দুই আইনপ্রণেতা মার্কো রুবিও এবং ক্রিস্টি নোয়েম ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিদেনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েম ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাকে যুক্তরাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। তবে রুবিও ও ওয়াল্টজের অফিস এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি। 

এদিকে, গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের প্রশাসন সাজানোর কাজ শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি দেশটির কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে। দলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এখনও কিছু অঙ্গরাজ্যে ভোট গণনা চলায় দলটি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে।

রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুসি ওয়াইলসকে যুক্তরাষ্ট্রের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া তার বিগত প্রশাসনের অভিবাসন কর্মকর্তা টম হোম্যানকে বর্ডার জার হিসেবে নিয়োগ দিয়েছেন। নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদের জন্য মনোনীত করেছেন তিনি।

সূত্র: সিবিএস।

এম হাসান

×