ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় মিশিগানে চালু হলো স্টাডি গ্লোবালাইজার

যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ২১ মার্চ ২০২৩

বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় মিশিগানে চালু হলো স্টাডি গ্লোবালাইজার

মিশিগান

প্রত্যাশার স্বপ্ন পূরণে বাংলাদেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আনুষ্ঠানিক চালু হলো স্টাডি গ্লোবালাইজার এলএলসি নামে একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান।

শনিবার (১৯ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটির ১১৮০০, জুসেফ ক্যাম্পু এভিনিউ  এলাকায় ফিতা কাটা, বেলুন উড়িয়ে এবং কেক কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি বংশোভূত হেমট্রামিক সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান নাঈম লিওন চৌধুরী | 

এ সময় বাংলাদেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সার্বিক কল্যাণে সহায়তার জন্য ওই রকম একটি অর্গানাইজেশন খুবই প্রয়োজন ছিল উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি নাঈম লিওন ছাড়াও প্রতিষ্ঠানটির সিইও সাইফুর রহমান, সিনিয়র কনসালটেন্ট দিনিয়া ইসলাম, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন। 

এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিতে আসা শিক্ষার্থী, কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট রাজ্যে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য নাগরিকরা।

এদিকে জনকণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিইও সাইফুর রহমান ও সিনিয়র কনসালটেন্ট দিনিয়া ইসলাম জানান, স্টাডি গ্লোবালাইজার এলএলসি নামের এই প্রতিষ্ঠান চালু করার মূল উদ্দ্যেশ্য হচ্ছে- প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষায় ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে আসা মেধাবী শিক্ষার্থীদেরকে আন্তরিক সেবা প্রদান করা | একই সঙ্গে অন্যান্য ভিনদেশীয় শিক্ষার্থীদেরকেও এই সেবা প্রদান করা হবে | 

এখানে আর্থিকভাবে কোন লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য না দিয়ে বরং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ এবং বিশেষ করে বাংলাদেশকে মেধা ও মননে বিশ্বের দরবারে তুলে ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এইসব শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই রকম একটি সহায়তামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি।

তাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন থেকে স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসেসিংএ  আমাদের নিয়োজিত একটি বিশেষজ্ঞ পরামর্শ টিম সব প্রকার সাহায্য করবে। শুধু তাই নয়, সঠিক কোর্স, মিশিগানসহ যুক্তরাষ্টের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যে কোন ইউনিভার্সিটি বেছে নেয়া স্কলারশিপ এমন কী থাকা-খাওয়ার ব্যবস্থা এবং পার্টটাইম বা ফুল টাইম জব ও নানা দর্শনীয় স্থান ভ্রমণের জন্যও সহায়তা প্রদান করা হবে | 

ইতিমধ্যে সংশ্লিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানটি চালু হওয়ায় মিশিগান রাজ্য জুড়ে প্রবাসী বাংলাদেশি ও ভারত,পাকিস্তান,ইয়েমেনি,আরব সহ অন্যান্য দেশের নাগরিকদের মাঝে স্বস্তির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে  এ নিয়ে টক অব দ্যা মিশিগানে পরিণত হয়েছে।

এসআর

×