
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিরল এক মাংসাশী ব্যাকটেরিয়ার আক্রমণে এ বছর এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামের এই ব্যাকটেরিয়া উষ্ণ ও লবণাক্ত সমুদ্রজলে বাস করে এবং সাধারণত মে থেকে অক্টোবর মাসের মধ্যে এর প্রকোপ বেড়ে যায়।
ফ্লোরিডা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত রাজ্যে ৪৪৮ জন এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ১০০ জনের মৃত্যু হয়েছে।
কীভাবে সংক্রমণ ঘটে?
মূলত এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় কাঁচা বা আধাসেদ্ধ সামুদ্রিক খাবার খাওয়ার মাধ্যমে অথবা অনাবৃত ঘা-তে সংক্রমিত পানি লাগলে। এমনকি সংক্রমিত উপকূলীয় পানিতে সাঁতার কাটার সময় পানি মুখে ঢুকলে বা শরীরে পুরনো কোনো ক্ষত থাকলেও ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে।
কারা সবচেয়ে ঝুঁকিতে?
চিকিৎসকরা জানাচ্ছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা আছে, যেমন লিভার সিরোসিস বা ক্যানসারে কেমোথেরাপি নেওয়া রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
এই বিষয়ে এইচসিএ ফ্লোরিডা ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. এডওয়ার্ড হির্শ বলেন, ‘যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারাই সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে থাকেন।’
ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ কী কী?
সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে: ডায়রিয়া, পেটব্যথা, বমি, জ্বর। তবে যদি কোনো খোলা ঘা থাকে, সেখানে লালচে-কালচে রঙ, ফুলে যাওয়া, চামড়া ক্ষয় এবং আলসার হওয়ার আশঙ্কা থাকে।
ড. হির্শ জানান, ‘সংক্রমিত স্থানে ব্যাকটেরিয়াটি এমনভাবে কাজ করে যে তা ক্ষত তৈরি করে এবং শরীরের সেই অংশটি নষ্ট হয়ে যেতে পারে।’
এটি কীভাবে মাংস ক্ষয় করে?
‘ভিব্রিও ভালনিফিকাস’ ব্যাকটেরিয়া সরাসরি মাংস খায় না, তবে সংক্রমণের ফলে ত্বকের নিচে টিস্যু ধ্বংস হয়ে যেতে থাকে। বিশেষ করে যদি এটি খোলা ঘা দিয়ে শরীরে প্রবেশ করে, তাহলে ‘নেক্রোটাইজিং ফ্যাসাইটিস’ হতে পারে, যা আশেপাশের মাংসপেশিকে ধ্বংস করে দেয়। এমন ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা আক্রান্ত অঙ্গ কেটে ফেলাও প্রয়োজন হতে পারে।
কীভাবে প্রতিরোধ সম্ভব?
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এবং ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ কিছু সতর্কতামূলক পদক্ষেপ দিয়েছে:
- যাদের শরীরে কাটা বা ঘা রয়েছে, তাদের লবণাক্ত বা কাদা-মিশ্রিত পানিতে না যাওয়া
- যদি পানিতে কোনো ক্ষত হয়, সঙ্গে সঙ্গে পানির থেকে উঠে আসা
- সামুদ্রিক মাছ ভালোভাবে রান্না করে খাওয়া
- কাঁচা ও রান্না করা সামুদ্রিক খাবার একসঙ্গে সংরক্ষণ না করা
- সংক্রমিত ঘা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া
এই বিরল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সতর্কতা নেওয়াই এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা, বলছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
রাকিব