ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এক টিকাতেই প্রতিরোধ হবে সব ধরনের ক্যান্সার? চিকিৎসা বিজ্ঞানের জগতে যুগান্তকারী আবিষ্কার

প্রকাশিত: ২৩:০৭, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ২৩:০৮, ১৯ জুলাই ২০২৫

এক টিকাতেই প্রতিরোধ হবে সব ধরনের ক্যান্সার? চিকিৎসা বিজ্ঞানের জগতে যুগান্তকারী আবিষ্কার

ছবিঃ সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকেরা। তাঁরা পরীক্ষামূলকভাবে এমন একটি mRNA টিকা তৈরি করতে সক্ষম হয়েছেন, যা সব ধরনের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই টিকা ভবিষ্যতে ‘ইউনিভার্সাল ক্যান্সার ভ্যাকসিন’ হিসেবে পরিচিতি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষণাটি প্রকাশিত হয়েছে Natural Biomedical Engineering জার্নালে। এতে জানানো হয়েছে, ইঁদুরের শরীরে প্রয়োগ করে সফল ফলাফল পাওয়া গেছে। বিশেষ করে ক্যান্সার ইমিউনোথেরাপির প্রচলিত ওষুধের সঙ্গে একসঙ্গে প্রয়োগ করলে, টিকাটি দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন mRNA টিকাটি অন্যান্য ক্যান্সার টিকার তুলনায় আলাদা। এটি কেবল নির্দিষ্ট টিউমার প্রোটিনকে লক্ষ্য করে না, বরং ভাইরাল সংক্রমণের মতো আচরণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সামগ্রিকভাবে সক্রিয় করে তোলে। ফলে, শরীর নিজেই বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

গবেষণা দলের নেতৃত্বে থাকা এলিয়াস সেয়োর বলেন, “সব ধরনের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম একটি টিকা তৈরির পথে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। এই ফলাফল আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”

এবার মানবদেহে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা চলছে। বিজ্ঞানীরা আশাবাদী— একদিন হয়তো একটিমাত্র টিকাই হতে পারে ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল।

সূত্রঃ এবিপি আনন্দ

ইমরান

×