ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

টাকা ছাড়া সুস্থতার চিন্তা করবেন যেভাবে

প্রকাশিত: ২৩:৫৭, ১৪ জানুয়ারি ২০২৫

টাকা ছাড়া সুস্থতার চিন্তা করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ডা. জাহাঙ্গীর কবির, একজন লাইফস্টাইল মডিফায়ার। যিনি ফেসবুক ও ইউটিউবে লাইফস্টাইল, ডায়েট, কিটো-ডায়েট সম্পর্কিত পরামর্শের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, অন্যদিকে প্রচলিত ধারার বাইরেে একটু আলাদা চিকিৎসা-পরামর্শ দিয়ে নিজ পেশায় সমালোচনার পাত্র হয়েছেন।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ডা.জাহাঙ্গীর কবির বলেন, সুস্থ হওয়ার জন্য রোজা রাখতে কোন টাকা লাগে না। রোদে যেতে কোন টাকা লাগে না। ভোরে উঠতেও কোন টাকা লাগে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, রোজা করতে কোন টাকা লাগে না। 

তিনি আরও বলেন, তাহাজ্জুদে উঠতে, পজিটিভ চিন্তা করতেও কোন টাকা লাগে না, সব ফ্রি।

তাবিব

×