ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

আরও দুই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৭, ২৭ নভেম্বর ২০২৪

আরও দুই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

দেশের আরও দুটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। মাদারীপুর ও জামালপুরের শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নাম পরিবর্তন করে জেলার নামে নামকরণ করা হয়েছে।


বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিক্যাল কলেজ, ৩ নভেম্বর ১৪টি সরকারি হাসপাতাল এবং ১৯ নভেম্বর আরও তিনটি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়।
গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের জেলায় জেলায় মেডিকেল কলেজ গড়ার নামে অনুমোদন পেয়েছে ২০ টি হাসপাতাল। এর মধ্যে ৩টার নামই শেখ হাসিনার নিজের নামে। অপর একটি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এগুলোর মধ্যে ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ, ২০১৫ সালে মুগদা মেডিকেল কলেজ, ২০১১ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজ, একই বছর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও ২০১৩ সালে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, ২০১৪ সালে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং জামালপুরেও একই নামে আরেকটি হাসপাতাল তৈরি করা হয়। ২০১৪ সালে সিরাজগঞ্জে পরপর পরপর দুইটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর একটি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং অন্যটি কর্নেল মালেক মেডিকেল কলেজ। ২০১৪ সালে পটুয়াখালী মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করা হয়। একই বছর পাবর্ত্য অঞ্চল রাঙ্গামাটিতেও প্রতিষ্ঠিত হয় একটি মেডিকেল কলেজ। পরে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, নীলফামারি মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজসহ সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে।
অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর এগুলোর বেশিরভাগ হাসপাতারেই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।

এমএম

×