ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিএসএমএমইউ’র শিশু বিভাগের নতুন চেয়ারম্যান ডা. মানিক

প্রকাশিত: ২০:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

বিএসএমএমইউ’র শিশু বিভাগের নতুন চেয়ারম্যান ডা. মানিক

অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদারকে শিশু বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ পদে তিনি তিন বছর দায়িত্বপালন করতে পারবেন। 

ডা. মানিক কুমার তালুকদার ২০১০ সালের ৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৫ সালে সহযোগী  অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে শিশু রিউমাটোলোজি পদে পদোন্নতি পান। 

কর্মদক্ষতা, সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক হিসেবে দায়িত্বপালন করায় গত বৃহস্প্রতিবার তাকে শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

এমএস / আফজাল

×