
অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদারকে শিশু বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ পদে তিনি তিন বছর দায়িত্বপালন করতে পারবেন।
ডা. মানিক কুমার তালুকদার ২০১০ সালের ৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে শিশু রিউমাটোলোজি পদে পদোন্নতি পান।
কর্মদক্ষতা, সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক হিসেবে দায়িত্বপালন করায় গত বৃহস্প্রতিবার তাকে শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এমএস / আফজাল