ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২

প্রকাশিত: ২০:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী। 

গত একদিনে সারাদেশে কারও মৃত্যু না হলেও দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া দুজনই ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। মারা গেছে ছয় জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

এমএম

×