ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

একদিনে হাসপাতালে আরও  ৮ ডেঙ্গু রোগী

প্রকাশিত: ২০:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

একদিনে হাসপাতালে আরও  ৮ ডেঙ্গু রোগী

হাসপাতালে ডেঙ্গু রোগী। ফাইল ছবি। 

সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় দুইজন এবং ঢাকার বাইরের ছয়জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৩৩ জন। মারা গেছেন ছয়জন।
 

 

এমএম