ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩২ শতাংশ

প্রকাশিত: ১৮:৩০, ১৯ জানুয়ারি ২০২৩

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩২ শতাংশ

মৃত্যু নেই, শনাক্ত ৯

গত একদিনে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করও মৃত্যু হয়নি। যার ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনে রয়েছে।

একই সময়ে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪০৮ জনে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৪০৮ জনে। এর মধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৯৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×