ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একদিনে করোনায় আক্রান্ত আরও ১৬

প্রকাশিত: ১৭:৫০, ২৯ জানুয়ারি ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত আরও ১৬

১৬ জনের করোনা শনাক্ত। ফাইল ছবি। 

সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এর ফলে মোট আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জন। 

একই সময়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তিত রয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩ হাজার ৫৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৫৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

এ ছাড়া গত একদিনে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×