ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা

প্রকাশিত: ১৪:৩১, ১৪ ডিসেম্বর ২০২২

দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা

দূষিত বায়ু। ফাইল ফটো

আবারও বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে  রাজধানী ঢাকা। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৪২ স্কোর করে শীর্ষস্থানে আছে ঢাকার নাম।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে ৩৮২ স্কোর ছিল ঢাকার। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এর কয়েক ঘণ্টা পর ইনডেক্স কমে ২৪২-এ এলেও তালিকায় শীর্ষস্থানেই ছিল ঢাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। ১৯৯ স্কোর দিয়ে কলকাতা দুই নম্বরে আছে। ১৯১ স্কোর নিয়ে কিরগিস্তানের রাজধানী বিশকেক তৃতীয়, ১৭৭ স্কোর নিয়ে পোল্যান্ডের রকলা চতুর্থ অবস্থানে আছে। পঞ্চম স্থানে আছে পাকিস্তানের করাচি। সেখানকার স্কোর ১৬৯।

 

এসআর

×