ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেশাল ইকোনমিক জোনের সবুজায়নে ব্র্যাক নার্সারি

প্রকাশিত: ১৯:৪৯, ৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:৪৯, ৮ ডিসেম্বর ২০২২

স্পেশাল ইকোনমিক জোনের সবুজায়নে ব্র্যাক নার্সারি

বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি ও ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) সবুজ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে ব্র্যাক নার্সারি।

প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি ও ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের বিকল্প নেই। বিএসইজেড’র সঙ্গে যুক্ত হতে পারা ব্র্যাক নার্সারির জন্য গর্বের।

তিনি বলেন, ব্র্যাক নার্সারি হাতিরঝিল এবং পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের সবুজায়নে নকশা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে সহায়তা করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজের উপমহাব্যবস্থাপক আরিফুর রহমান, ব্র্যাক নার্সারির জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহনেওয়াজ মমতাজ চৌধুরী।

উল্লেখ্য, ব্র্যাক এন্টারপ্রাইজের সামাজিক উদ্যোগটি ১৯৮৮ সালে যাত্রা শুরু করার পর থেকে পরপর ১৪ বছর বন বিভাগ থেকে ‘সেরা নার্সারি’ হিসেবে পুরস্কার অর্জন করেছে।

 

এমএস

×