ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা ॥ হোম বায়োগ্যাস!

প্রকাশিত: ১২:২৯, ১৩ মার্চ ২০২০

নতুন গবেষণা ॥ হোম বায়োগ্যাস!

হোম বায়োগ্যাস এমন একটি যন্ত্র যা রান্নাঘরের আবর্জনা থেকে গ্যাস তৈরি করে। এই যন্ত্রের ভেতরে যে কোন ধরনের ফেলনা খাবার, শাকসবজি বা ফলের খোসা ফেললে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া সেগুলোকে গ্যাসে পরিণত করে। সেই গ্যাস আবার সরাসরি পৌঁছে যায় রান্নাঘরের চুলায়। এভাবে দিনে তিন ঘণ্টা রান্না করার মতো গ্যাস উৎপাদন করতে পারে হোম বায়োগ্যাস। সূত্র : বিবিসি
×