ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

এবার গ্রেপ্তার হলেন গান বাংলার তাপস!

প্রকাশিত: ১৩:৫৭, ৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:২৮, ৪ নভেম্বর ২০২৪

এবার গ্রেপ্তার হলেন গান বাংলার তাপস!

কৌশিক হোসেন তাপস

গান বাংলা ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

 

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি একজন সংগীতশিল্পী। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থেকে গান-বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে।

 

আবেদনে আরও বলা হয়, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ নামে একজন উত্তরা পূর্ব থানায় গত ২৯ অক্টোবর হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ইশতিয়াক মাহমুদ। পেটে গুলি লাগায় চিকিৎসা নিতে নিকটবর্তী হাসপাতালে গেলে সেখানেও বাধা দেয় সন্ত্রাসীরা।

 

পুলিশ আদালতকে জানিয়েছে, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সাথে এসব সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। একই সাথে বাদী ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের চিকিৎসা নিয়ে তিনি বাধা দেন। এসব কারণে তাপসকে কারাগারে বন্দি রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

শিহাব উদ্দিন

×

শীর্ষ সংবাদ:

রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে