ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

তিন দশক উদযাপন, শিশু একাডেমিতে শ্রোতাদের গান শোনাবেন বাপ্পা মজুমদার

বিনোদন রিপোর্ট 

প্রকাশিত: ২০:৪২, ২৩ মে ২০২৪

তিন দশক উদযাপন, শিশু একাডেমিতে শ্রোতাদের গান শোনাবেন বাপ্পা মজুমদার

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত জীবনের ৩ দশক উদযাপনের লক্ষ্যে ২৪ মে ২০২৪, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট "দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার "। 

অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এই সময়ের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে আজব রেকর্ডস। এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তাঁর ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, সাধারণত আমরা অনেক সময় গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত ৩ দশকে অনেক গান করেছি। 

যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।

 

এসআর

×