বাপ্পা মজুমদার, সাইদা শম্পা, গোলাম মোর্শেদ ও অন্তু গোলান্দাজ
বিজয়ের মাস ডিসেম্বর। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উপলক্ষে অনেক তারকা শিল্পীই দেশের গান প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় ‘আমরাই তো বাংলাদেশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাইদা শম্পা। গোলাম মোর্শেদের কথায় সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অন্তু গোলান্দাজ। গানটি প্রসঙ্গে অন্তু গোলান্দাজ বলেন, ‘দেশের গানের প্রতি বরাবরই আমার ভালোবাসা অন্য রকম। এরমধ্যে যদি বাপ্পা ভাইয়ের মতো শিল্পী হয় তখন সে গানের প্রতি আগ্রহটা আরও বেশি কাজ করে। মোর্শেদ ভাই দারুণ লেখেছেন। গানটির শিরোনাম শুনলেই বোঝা যায় কথাগুলো কেমন হতে পারে।’ ‘গান জানালা’র ব্যানারে, গান জানালার ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও অবমুক্ত হবে ১০ ডিসেম্বর।