ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

‘যাপিত জীবন’ সিনেমায় গাইলেন মমতাজ

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩

‘যাপিত জীবন’ সিনেমায় গাইলেন মমতাজ

বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম

বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী সংসদ সদস্য মমতাজ বেগম বর্তমানে রাজনৈতিক কর্মকা- নিয়েই বেশি ব্যস্ত। যে কারণে তাকে এখন নিয়মিত তার নির্বাচনী এলাকাতেই সময় কাটাতে হয় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। স্টেজ শো এবং বিশেষ কাজের বাইরে মমতাজ বেগম এখন নির্র্বাচনী প্রচারেই মনোযোগ বেশি দিচ্ছেন। তবে সিনেমায় খুব ভালো গানের প্রস্তাব পেলে সেই গানটি গাওয়ার চেষ্টা করেন। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত শূটিং সম্পন্ন হওয়াযাপিত জীবনসিনেমায় রবিবার একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। গানটির কথা সুর মমতাজের ভীষণ পছন্দ হয়েছে, বিধায় গানটি অনেক মনোযোগ দিয়ে গেয়েছেন। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিতযাপিত জীবন’-এর সিচুসেনাল সং গানটিই গেয়েছেন মমতাজ বেগম।নসিব যেথা নিয়া চলে, আমি  সেথা যাই’-এমন গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।

গানটির সুর সংগীত করেছেন গুণী সংগীতশিল্পী-সুরকার পিন্টু ঘোষ। রবিবার রাজধানীর দিলু রোডে পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিংয়ের সময় পরিচালক ছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালকের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা (যিনি চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন) অনিমেষ আইচ। গানটি প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, সিনেমাতে গান গাইতে বা প্লে-ব্যাক করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। তবে হাবিব ভাইয়ের যাপিত জীবন সিনেমার এই গানটি গাইতে যেন আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। কারণ গানটির কথা সুর এত চমৎকার যে মনটা ভরে গেছে আমার। পিন্টু এত অসাধারণ সুর করেছে এবং মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছে যা সত্যিই বলার ভাষা নেই আমার। ভীষণ আবেগ দিয়ে, দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি।