ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো সংবাদ

রুমা নাথের ‘প্রাণের তারে’

প্রকাশিত: ০০:৩৬, ১ জুন ২০২৩

রুমা নাথের ‘প্রাণের তারে’

রুমা নাথ

রবীন্দ্র সংগীতশিল্পী রুমা নাথ। ভারতের হিন্দুস্তান রেকর্ড থেকে প্রকাশ হলো তার একক অ্যালবাম ‘প্রাণের তারে’। এই অ্যালবামে রয়েছে রবীন্দ্রনাথের পূজা ও প্রেম পর্যায়ের পাঁচটি গান। অনির্বাণ সেনের রেকর্ডিংয়ে গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার প্রখ্যাত সংগীতায়োজক দূর্বাদল চ্যাটার্জি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী বুলবুল ইসলাম। অ্যালবামের প্রচ্ছদ করেছেন জাওয়াদ মুহতাসিম। গানগুলো হচ্ছে- ‘তোমারি মধুর রূপে’, ‘কাঁদালে তুমি মোরে’, ‘কে বলেছে তোমায় বধূ’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘জীবনে যত পূজা’।

গানগুলো হিন্দুস্তান রেকর্ডের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গান, স্পটিফাই ইত্যাদিতেও শোনা যাচ্ছে।  রুমা নাথ বলেন,  অনেক যতেœর সঙ্গে গানগুলো গাইবার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি! আশা করছি অ্যালবামের এ গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। সামনে আরও কিছু গান হিন্দুস্তান রেকর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রকাশ হবে।

×