ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৌলিক গান দিয়েই পরিচিতি চান তিন্নি

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ৩১ মার্চ ২০২৩

মৌলিক গান দিয়েই পরিচিতি চান তিন্নি

.

এই প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। নিজের মৌলিক গান দিয়েই গায়িকা পরিচিতিটা গড়ে তুলতে চান। যে কারণে তিনি সবসময়ই চেষ্টা করেন ভালো ভালো গান করার। তিন্নির কণ্ঠে প্রকাশিত শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেমেঘমালা, ‘প্রজাপতি মন, ‘চেয়েছি তোমায়, ‘শত শত রাত, ‘শরৎ আমার স্নিগ্ধতা ইত্যাদি। এরমধ্যেশরৎ আমার স্নিগ্ধতা দেশাত্মবোধক এই গানটির জন্য তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা নবাগত শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। আবার গেল বছরের শেষপ্রান্তে তিনিপ্রজাপতি মন গানের জন্যবিসিআরএ (বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েসন)-এর সম্মাননা অনুষ্ঠানে সেরা নবাগত শিল্পী হিসেবে পুরস্কৃত হন। দুটি গানের জন্য পুরস্কৃত হয়ে তিন্নি নিজের মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে কিংবা মৌলিক গান করার ক্ষেত্রে একটু বেশিই মনোযোগী হয়ে উঠেছেন। তিন্নি বলেন, এটা সত্যি যে একজন সংগীত শিল্পীর মূল পরিচয়ে নিজের মৌলিক গান দিয়ে। যদিও বা রিয়েলিটি শোতে অংশগ্রহণের সময় আমাদেরকে অনেক শ্রদ্ধাভাজন শিল্পীর গান গাইতে হয়েছে। একটা সময় গিয়ে নিজের মৌলিক গানের প্রতি মনোযোগ বাড়াতে হয়েছে আমাকে।

×