ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যরকম জন্মদিন পালন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

অন্যরকম জন্মদিন পালন

ওয়াসীম হক

ছড়াকার ও কথাশিল্পী ওয়াসীম হকের জন্মদিন পালন করা হয় একুশে বইমেলা প্রাঙ্গণে। কবি সাহিত্যিক শিল্পীদের কথা কবিতা ও শুভেচ্ছায় এক অনন্য আয়োজনে রূপ নেয় অনুষ্ঠানটি। কথাশিল্পী ওয়াসীম হককে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা। আবৃত্তি, উপস্থাপনা ও সঞ্চালনায় মুগ্ধ করেন চয়ন প্রকাশনের প্রকাশক কবি লিলি হক। ছড়া, ছোটগল্প, কিশোর উপন্যাস ও সম্পাদিত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ১১টি।

প্রথম ছড়াগ্রন্থ আমার ছড়া নয়ত কড়া প্রকাশিত হয় ২০০২ সালে। এ বছর ১৬ জন গল্পকারের ষোলোটি ছোটোগল্প নিয়ে ওয়াসীম হকের সম্পাদিত গ্রন্থ শব্দ রথের উঠোন জুড়ে প্রকাশিত হতে যাচ্ছে। তার অন্যান্য গ্রন্থ, সাতরঙা সেই দিন (ছড়া, ২০০৪), অল্প কথার গল্প, (গল্প, ২০০৭), মায়ের কাছে চিঠি (ছড়া, ২০০৯), ছড়া আমার ছড়িয়ে দিলেম (ছড়া, ২০১৩), সুমন নামের সাহসী ছেলেটি (মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস, ২০১৬) সবুজ গাঁয়ের হলদে পাখি (ছড়া, ২০১৮), বসন্ত ছুঁয়ে যাও (কবিতা, ২০২০) খেরোখাতার মায়াকথন (সম্পাদিত প্রবন্ধ ২০২১) হৃৎকমলের পরিভ্রমণ (সম্পাদিত প্রবন্ধ, ২০২২)। 

×