ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাধিক মৌলিক গানে অনন্যা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

একাধিক মৌলিক গানে অনন্যা

.

বেশ কিছু মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী অনন্যা আচার্য্য। শ্রোতা দর্শক সর্বশেষ মুগ্ধ হয়েছেন লুৎফর হাসানের সঙ্গে তার দ্বৈত গান ‘পরের ক্যামনে হও’। এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন তরিক। গানটি লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। এরইমধ্যে গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর পাশাপাশি আরও একটি একক গান প্রকাশিত হয়েছে অনন্যার। গানের শিরোনাম ‘বাঁশি বাজাসনা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন প্রসেনজিৎ ও শোভন।
ইউটিউবে প্রকাশিত এই গানগুলো ছাড়াও আরও বেশকিছু নতুন নতুন মৌলিক গান করেছেন অনন্যা। তিনি জানান, গানগুলো একে একে বিভিন্ন চ্যানেলে প্রকাশ পাবে। এরইমধ্যে হুমায়ূন চৌধুরীর কথায় ও রূপতনু রুপুর সুর সংগীতে একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন অনন্যা। প্রকাশিত নতুন গানগুলো প্রসঙ্গে অনন্যা বলেন, ‘পরের ক্যামনে হও’ গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। লুৎফর ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তিনি আমাকে এত চমৎকার কথার ও সুরের গান আমাকে তারই সঙ্গে গাইবার সুযোগ করে দিয়েছেন। সাম্প্রতিক আমার প্রকাশিত গানগুলোর মধ্যে ‘পরের ক্যামনে হও’ গানের জন্যই আমি বেশি সাড়া পাচ্ছি। এই গানটা আমার নিজেরও ভীষণ প্রিয়। আর এরইমধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছি। এটাও আমার কাছে নতুন এক অভিজ্ঞতা। অনন্যা নিয়মিত স্টেজ শোতেও পারফর্ম করছেন। এদিকে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অনন্যা সংগীত পরিবেশন করেছেন সম্প্রতি।

 

×