ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শূন্যর কনসার্ট জানুয়ারিতে

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৯, ২ ডিসেম্বর ২০২২

শূন্যর কনসার্ট জানুয়ারিতে

ড্রামার রাফাতুল বারি লাবিব, গিটারিস্ট ইশ্মামুল ফরহাদ এলিন

দেশের জনপ্রিয় ব্যান্ড শূন্য’র প্রতিষ্ঠার ১৫ বছরপূর্তি উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে। ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ শিরোনামের আয়োজন করেছে দলটি। জানুয়ারির ২৬ তারিখ রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির হল-৪ এ ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে শূন্য ব্যান্ড ছাড়াও দেশের সেরা সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন। এই কনসার্টটি আয়োজন করছে ড্রিমকাস্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন।
‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্টটির সম্পর্কে বিস্তারিত জানাতে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন হয়।
এতে উপস্থিত ছিলেন শূন্য ব্যান্ডের ড্রামার রাফাতুল বারি লাবিব, গিটারিস্ট ইশ্মামুল ফরহাদ এলিন, ড্রিমকাস্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের বিজনেস ডেভ্লপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর মারজুক হোসাইন, ম্যানেজিং পার্টনার মহিউদ্দিন চৌধুরী শাওন ও আল-আমিন আবেদিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই জমকালো কনসার্টে গান পরিবেশন করবেন শূন্য ব্যান্ডসহ দেশ সেরা সব সংগীত শিল্পীরা। এই কনসার্টের পিআর পার্টনার হিসেবে আছেন স্টোরিটেলার পিআর। এই ১৫ বছরপূর্তি উদযাপন নিয়ে আরও বিস্তারিত তথ্য ব্যান্ডের ফেসবুক পেজে দেখান: https://www.facebook.com/SHUNNO.LIVE

×