ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১৩:১৫, ৬ জুলাই ২০২২

এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

এন্ড্রু কিশোর

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের আজকের দিনে তিনি মৃতুবরণ করেন তিনি ১৯৫৫ সালের নভেম্বর বাংলা গানের জনপ্রিয় শিল্পী রাজশাহীতে জন্মগ্রহণ করেন চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তিনি তার চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু ১৯৭৭ সালে আলম খান সুরারোপিতমেইল ট্রেনচলচ্চিত্রেরঅচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউগানের মধ্য দিয়ে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্তপ্রতিজ্ঞাচলচ্চিত্রেরএক চোর যায় চলেগানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা তার শত শত গান এখনও মানুষের মুখে মুখে ফেরে এর মধ্যেআমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কারে দেখাব মনের দুঃখ গে’ ‘তুমি আমার জীবন’  ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘আমার গরুর গাড়িতে’, ‘তোমায় দেখলে মনে হয়’,  পড়ে না চোখের পলকউল্ল্যেখযোগ্য  বাংলা চলচ্চিত্রের গানে তাকে বলা যেতে পারে এক মহাসমুদ্র আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি স্বাধীনতা যুদ্ধের পর তিনি নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, দেশাত্মবোধক, লোকগানসহ প্রায় সব ধারার গানে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন

 

×