ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দ্বিতীয় এমএমএস আসছে অঞ্জলির!

প্রকাশিত: ১৪:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

দ্বিতীয় এমএমএস আসছে অঞ্জলির!

অঞ্জলি অরোরা

সম্প্রতি এমএমএসকাণ্ডে নাম জড়ানোর পর আবার নতুন আলোচনায় নিজেকে তুলে ধরেছেন অঞ্জলি অরোরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে। কখনও পঞ্জাবি গানে তো কখনও হিন্দি গানে। 

এর আগে ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে যে ভিডিওটি আপলোড করেছিলেন তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এখনকার ভিডিওর সঙ্গে তার যেন আকাশ-পাতাল তফাত। অঞ্জলি যেন একেবারে নতুন লুকে বার বার ফিরে আসছেন। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। নাচের ভিডিওগুলি দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ কটু মন্তব্যও করেছেন।

কেউ বলেছেন, ‘কাঁচা বাদাম আবার ফিরে এসেছে’, কেউ বলেছেন, ‘আবার দ্বিতীয় কোনো এমএমএস আসতে চলেছে’। তবে, কারও কথায় কান না দিয়ে অঞ্জলি রয়েছেন নিজের মতো।

সম্প্রতি ‘টি সিরিজ’ থেকে অঞ্জলির একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। অঞ্জলির সঙ্গে দেখা যাবে বিশাল পাণ্ডেকেও।

এমএইচ

×