ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে সান্ত্বনা দিলেন শাকিব খান

প্রকাশিত: ১৭:০২, ১৩ জুন ২০২৫

বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে সান্ত্বনা দিলেন শাকিব খান

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীর নানা মন্তব্য, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও কর্মকাণ্ড বারবার শিরোনামে উঠে আসছে।

২০০৮ সালে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। দীর্ঘ এক যুগের সম্পর্ক ভেঙে ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর অভিনেত্রী বুবলীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান শাকিব। তবে সেটিও এখন অতীত বলেই জানা যাচ্ছে।

উভয় সংসারেই একেকজন পুত্র সন্তান রয়েছে শাকিব খানের। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সীমিত যোগাযোগ রক্ষা করছেন তিনি। অভিনয়ের ব্যস্ততা কাটিয়ে অবসরের সময় পরিবার ও সন্তানদের সঙ্গে কাটাতে পছন্দ করেন এই সুপারস্টার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অপু বিশ্বাস ও শাকিব খান তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঢাকার একটি শপিংমল থেকে একসঙ্গে বের হচ্ছেন। ভিডিওটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই মধ্যে শাকিব ও বুবলীর ছেলে শেহজাদের জন্মদিনে কেক কাটার একটি পুরোনো ছবি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বুবলী। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওর প্রতিক্রিয়াস্বরূপই এই ছবি প্রকাশ করেছেন তিনি।

এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, এসব কর্মকাণ্ডে তিনি কর্ণপাত করেন না। কারণ, শাকিব খান নিজেই তাকে এসব বিষয়ে চিন্তা না করার পরামর্শ দেন। অপু বিশ্বাস বলেন, ‘শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি।’

তবে বুবলীকে উদ্দেশ্য করে কিছু কড়া মন্তব্যও করেন অপু। তার ভাষায়, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না, কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে, আমার পরিবারকেই টার্গেট করবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘সে (বুবলী) বিভিন্ন মাধ্যমে বলছে, নোংরামো বন্ধ করা দরকার। অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেকে জড়াচ্ছে।’

আসিফ

×