
ছবি: সংগৃহীত
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বয়স ও ব্যক্তিগত ভাবনা নিয়ে অকপটে কথা বলেন। তিনি জানান, "আমাকে দেখে অনেকেই বিশ্বাস করতে চান না যে আমি অনেক দিন ধরে অভিনয়ে আছি বা আমার বয়স ৩১।"
স্পর্শিয়া বলেন, বয়স কিংবা আয় সম্পর্কে প্রশ্ন করা মোটেই শোভন নয়। তার ভাষায়, “বয়স এবং ইনকাম জিজ্ঞেস করা উচিত না। কাউকেই জিজ্ঞেস করা উচিত না। কিন্তু তারপরও কেউ যদি জিজ্ঞেস করে ফেলে, আমার মনে হয়, সেহেতু বলে ফেলি।”
তিনি আরও যোগ করেন, “আমাকে বয়স বা যেকোনো কিছু হোক, আমি বলে ফেলি। অনেক সময় অনেক কথা বলে ফেলার পর মনে হয়— হায় হায়, আমি বলে ফেলছি!”
সূত্র: https://www.facebook.com/reel/1845861029588966
আবীর