ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জলিলকে যদি মেয়েদের বাজারে ছেড়ে দেওয়া হয় সে তাকাবেও না

প্রকাশিত: ১৫:১২, ২০ মার্চ ২০২৫

জলিলকে যদি মেয়েদের বাজারে ছেড়ে দেওয়া হয় সে তাকাবেও না

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা বর্ষা অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক টকশোতে স্বামী অনন্ত জলিলের পাশে বসে তিনি জানান, বয়সের কারণে আর নায়িকা হয়ে থাকা সম্ভব নয়।

বর্ষা বলেন, "একটা বয়স থাকে, যখন নায়িকা-নায়িকা ভাব থাকে। কিন্তু সেই বয়স পার হয়ে গেলে আর নায়িকা হয়ে থাকা যায় না।"

এসময় অনন্ত জলিল মজার ছলে বলেন, "মিডিয়ার নায়িকারা বর্ষার বয়সী কিংবা ও তাদের থেকেও ছোট হবে। আর বর্ষা নিজেই বলছে, তার বয়স হয়ে গেছে!"

বর্ষা আরও জানান, তার দুই ছেলে—একজনের বয়স দশ, আরেকজন সাত। তারা বড় হচ্ছে, তাই তাদের সামনে অভিনয় করা তিনি উপযুক্ত মনে করেন না।

স্বামী অনন্ত জলিল প্রসঙ্গে বর্ষা বলেন, "ওনাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। জলিলকে যদি মেয়েদের বাজারে ছেড়ে দেওয়া হয়, সে তাকাবেও না, ঘুরে-ফিরে সুন্দর করে চলে আসবে।"



তথ্যসূত্র: https://www.facebook.com/share/v/15tFr2GNfW/

আবীর

×