ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

শিল্পের ঐকতানের সাক্ষ্যবহ সিরামিক প্রদর্শনী 

সংস্কৃতি প্রতিবেদক 

প্রকাশিত: ২১:০৬, ৭ ডিসেম্বর ২০২৪

শিল্পের ঐকতানের সাক্ষ্যবহ সিরামিক প্রদর্শনী 

ঢাবি চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিদে ডেলফট ব্লু সিরামিক্স প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন অতিথি ও দর্শনার্থীরা

মাটির সঙ্গে  গড়ে উঠেছে তাদের শিল্পিত সম্পর্ক। কাঁদামাটি ছেনে তারা  গড়ে তোলেন নানা অবয়ব। সৃজন করেন মৃত্তিকাসংলগ্ন শিল্পকর্ম। এবার তারা সেই মৃত্তিকাসংলগ্ন শিল্পকর্মে যুক্ত করেছেন  নতুন মাত্রা। মৃৎশিল্পের আশ্রয়ে  আলিঙ্গন করেছেন  ভিন্ন সংস্কৃতির অনুষঙ্গকে।  

নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত আর্টফর্ম  ‘ডেলফট  ব্লু সিরামিক’ বিষয়ক কর্মশালার মাধ্যমে রচিত হয়েছে শিল্পের নতুন দিগন্ত ছোঁয়ার এই গল্প। নতুনত্বের সন্ধানী সেই গল্পের মাঝে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের শিল্পের ঐকতান ঘটেছে। বিনিময় ঘটেছে উভয় দেশের শিল্প-সংস্কৃতির। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ডেলফট ব্লূ সিরামিক কর্মশালা  শেষ করে গড়েছেন নয়া আঙ্গিকের শিল্পকর্ম। সিরামিকের ব্যবহারে  নতুন কৌশলে সৃজিত সেসব শিল্পকর্ম নিয়ে  চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ডেলফট ব্লু সিরামিক প্রদর্শনী। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ  নেদারল্যান্ডস দূতাবাস, আর্ট বাংলা ফাউন্ডেশন ও  চারুকলার মৃৎশিল্প বিভাগ। 

শনিবার হেমন্তের সন্ধ্যায় এই প্রদর্শনীর সূচনা হয়। সেই সুবাদে জয়নুল গ্যালারিতে নতুনত্বের সন্ধানী ও নিরীক্ষাধর্মী সিরামিক শিল্পের দেখা মেলে। প্রদর্শনালয়জুড়ে ছড়িয়ে রয়েছে সেসব শিল্পকর্ম। মৃৎশিল্পের নতুন দিনের ইঙ্গিতময় সেসব শিল্পকর্মের প্রতিটিতে মিশে রয়েছে  নীল রঙের স্পর্শ। সাদা রঙের শিল্পিত অবয়বের ভেতর নীল নকশার ব্যবহারে নির্মিত হয়েছে শিল্পকর্মসমূহ। 

ডাচ ঐতিহ্যের সঙ্গে সংমিশ্রণ ঘটেছে লোকজ বাংলার অনুষঙ্গের। এই মিশ্রণে তৈরি হয়েছে ফুল-পাখি কিংবা লতা-পাতায় আবৃত চায়ের কাপ, ফুলাদানি, ভ্যানিটি ব্যাগ থেকে মগসহ নানা তৈজসপত্র। শুধু কি তাই! রয়েছে  টেপা পুতুলের আদলে গড়া শিল্পকর্ম। আছে পেঁচা থেকে মনসার ঘটের অবয়বময় মৃৎশিল্প। এছাড়া নজর কাড়ে মানুষের মুখাবয়ব, হাতি,  জিরাফ, দাবার গুটি, সাপ লুডু, অগ্নি নির্বাপক যন্ত্রের রূপময় শিল্পকর্ম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত  আন্দ্রে কারস্টেন্স বলেন, ডেলফ্ট ব্øু শুধুমাত্র একটি সিরামিক ঐতিহ্য নয়, এটি সময় ও ভৌগোলিক সীমানা অতিক্রম করা ডাচ ঐতিহ্যের প্রতীক। এই প্রদর্শনীতে  বাংলাদেশী শিল্পী ও শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঐতিহ্য ও গল্পগুলোর সাথে এই আইকনিক শিল্পধারাকে পুনঃর্নিমাণ করেছে। এই প্রদর্শনী সংস্কৃতিকে সংযুক্ত করার এবং সৃজনশীলতায় উদ্ভাবনী সক্ষমতা প্রয়োগের অনন্য উদাহরণ। 

কর্মশালা থেকে দীক্ষা নিয়ে শিল্প সৃজন করে প্রদর্শনীতে অংশগ্রহণকারী চারুশিক্ষার্থী লেখ নেসা খাতুন বলেন, এই কর্মশালায় আমার নতুন কিছু শিখেছি। বিশ্বখ্যাত আর্ট ফর্ম   ডেলফট ব্লু সিরামিকের সেই শিখন পর্ব থেকে শিল্পকর্ম গড়েছি। ডেলফট ব্লু প্যাটার্নের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যের সংমিশ্রণে নতুন ধারার শিল্প সৃষ্টি করেছি। ভবিষ্যতে মৃৎশিল্পের আধুনিকায়নে সাহায্য করবে এই অভিজ্ঞতা। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন এএম কাউসার হাসান, সিরামিক্স  বিভাগের প্রধান অধ্যাপক চিন্ময় শিকদার, আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক  এবং প্রদর্শনী ও কর্মশালার কিউরেটর  হারুন অর রশীদ টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেদারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার নামিয়া আখতার।

মৃৎশিল্প বিভাগের ছয়জন শিক্ষক এবং ২৯ জন শিক্ষার্থীর সৃজিত ৭২টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মনোয়ার/ এসআর

×