ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

‘প্রেম দিওয়ানা দাদি’ নাটকে দিলারা জামান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৫ ডিসেম্বর ২০২৪

‘প্রেম দিওয়ানা দাদি’ নাটকে দিলারা জামান

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান বেশ কয়েক মাস আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদি’। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। নাটকটির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া। নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। শীঘ্রই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গে তো সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে।

×