ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

 ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার অবসর ঘোষণা

প্রকাশিত: ১২:০০, ২ ডিসেম্বর ২০২৪

 ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার অবসর ঘোষণা

বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে সেরা সময় যাচ্ছে। এরমধ্যেই হঠাৎ করে বলিপাড়া থেকে অবসরের ঘোষণা দিলেন বিক্রান্ত।

টেলিপর্দা থেকে শুরু করা বিক্রান্ত বড় পর্দাতেও পেয়েছেন অনন্য সাফল্য। আর অভিনয়ের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যেই ঘরে তুলেছেন জাতীয় পুরস্কার। সম্প্রতি ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের খেতাবও পেয়েছেন তিনি।  

গত রবিবার রাতে এই গুণী অভিনেতা ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে সকলকে অবাক করে দিয়ে মাত্র ৩৭বছর বয়সেই অবসরের ঘোষণা করেছেন।

বিক্রান্তের হাতে বর্তমানে একের পর এক ছবি। রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক ময়দানে রিলিজ করার কথা। সম্প্রতি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন।

দ্যা সবরমতী রিপোর্ট-এ এক সাংবাদিকের চরিত্রে তুখোড় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তার পিঠ চাপড়ে দিয়েছেন।

বিক্রান্ত অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।

বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।

তানজিলা

×