ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

রাধারমন লোকসংগীত উৎসব অনলাইনে

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:২০, ১৪ নভেম্বর ২০২৪

রাধারমন লোকসংগীত উৎসব অনলাইনে

রাধারমন লোকসংগীত উৎসব ২০২৪’ এবার উন্মুক্ত মঞ্চে হচ্ছে না। রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত এ উৎসব এবার তাদের ফেসবুকের অনলাইন পেজে অনুষ্ঠিত হবে। রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্রর সাধারণ সম্পাদক ড.বিশ্বজিৎ রায় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নভেম্বরের ২১, ২২ ও ২৩ তারিখ ‘রাধারমন লোকসংগীত উৎসব ২০২৪’ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে উন্মুক্ত মঞ্চে করা সম্ভব হচ্ছে না। সে কারণে রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্রর ফেসবুকের অনলাইন পেজে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাধারমন দত্তের গান, ১৯ থেকে ২০ নভেম্বর হাসন রাজার গান, ২১ থেকে ২২ নভেম্বর দুরবীন শাহ্র গান, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আবদুল করিমের গান, ২৬ থেকে ২৭ নভেম্বর জালাল খাঁর গান, ২৮ থেকে ২৯ নভেম্বর উকিল মুন্সীর গান এবং ৩০ নভেম্বর মনমোহন দত্তের গান পরিবেশিত হবে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী শাহনাজ বেলী, মিতালী রায়, দেওয়ান এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাধারমন সাংস্কৃতিক কেন্দ্রর সভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন কেন্দ্রর সাধারণ সম্পাদক ড. বিশ্ববজিৎ রায়। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সুমন মুন্না।

গৌতম/রাজু

×