ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

মৃত্যু ঝুঁকি নিয়েও শুটিং করছে সালমান খান

প্রকাশিত: ১৯:৫৮, ৪ নভেম্বর ২০২৪

মৃত্যু ঝুঁকি নিয়েও শুটিং করছে সালমান খান

বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। এ ছবির শুটিং শুরু হচ্ছে হায়দরাবাদের ঐতিহাসিক তাজ ফলকনুমা প্যালেসে। তবে লরেন্স বিশ্নোইয়ের মৃত্যু হুমকি ও বাবা সিদ্দিকি খুনের পর সালমানের নিরাপত্তাব্যবস্থার  বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 
 
শুটিং শুরুর আগেই সালমানের নিরাপত্তা দল শুটিং স্পটে পৌঁছে সেখানে তাজ ফলকনুমা প্যালেসে স্থানটি খতিয়ে দেখেছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে তার টিম প্যালেসে পৌঁছানোর আগেই পুরো স্থানটি পরিদর্শন করেছে। সেখানে নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো অঘটন না ঘটে। 

আজ (৪ নভেম্বর) থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এর আগে গতকাল রোববার ভাইজান সকালে হায়দরাবাদে পৌঁছান।‘সিকান্দার’ছবিতে সালমান খানের পাশাপাশি আরও কিছু তারকা অভিনয় করছেন। এ ছবিতে আছেন রাশমিকা মান্দান্না, সুনীল শেঠি ও কাজল আগরওয়াল। তাজ ফলকনুমা প্যালেসের শুটিংয়ে অন্য অভিনেতারাও পৌঁছেছেন এবং তাদের প্রস্তুতির কাজ চলছে।

সালমানকে বারবার খুনের হুমকি দেওয়ার কারণে তার নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। বিগ বস সিজেন ১৮-এর শুটিং সেটে বেশ কিছু নিয়মাবলি তৈরি করা হয়েছে। যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই লোকেদের প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সব সদস্যদের সাইটে থাকতে হবে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

১২ অক্টোবর মুম্বইয়ে দৃষ্কৃতীদের হাতে খুন হন বাবা সিদ্দিকি। তার পর থেকে সালমানের সুরক্ষা বাড়ানো হয়েছে। সাময়িক ভাবে তাই কয়েক দিনের জন্য ‘সিকান্দর’-এর শুটিং বন্ধ রাখা হয়। কিন্তু এ বার নতুন উদ্যমে ছবির শুটিং এগিয়ে নিয়ে যেতে চাইছেন নির্মাতারা।

আগামী বছর ইদে মুক্তি পাবে‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্মাতাদের দাবি,অ্যাকশন ছবিতে সালমান নতুন বেশে দেখা যাবে।জানা গেছে, হায়দরাবাদের শুটিং শেষ হলে মুম্বাইয়ে চলতি মাসের শেষ পর্যন্ত শুটিং চলবে এই ছবির। 

নাহিদা

×