মশিউল আলম
বুধবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে বিটিভিতে প্রচার হবে বিশ্বসাহিত্য ও বিশ্বসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা- গ্রন্থনা-উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। এতে সমকাল মহাকাল পর্বে নিউইয়র্ক থেকে যুক্ত হয়ে কবি লায়লা ফারজানা জার্মান বংশোদ্ভূত মার্কিন কবি চার্লস বুকোওস্কি সম্পর্কে আলোচনা করেছেন। বুকোওস্কির কবিতা আবৃত্তি করেছেন লিজা চৌধুরী। বিশ্বসাহিত্যের সর্বকালের সর্বসেরা কথাশিল্পীদের ভেতর অগ্রগণ্য রুশ লেখক ফিওদর দস্তয়েভ্স্কি। কথাসাহিত্যিক মশিউল আলম উল্লেখযোগ্য সংখ্যক লেখকের দস্তয়েভ্স্কির সাহিত্যকৃতি নিয়ে লেখা সংগ্রহ করে সংকলিত করেছেন মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার বিশেষ সংখ্যায়।
অনুষ্ঠানে ওই সংকলনের বিচিত্র লেখা ছাড়াও দস্তয়েভ্স্কি বিষয়ে আলোকপাত করেছেন মশিউল আলম।
এতে দস্তয়েভ্স্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশ বিশেষ পরিবেশিত হয়েছে বাংলা সাব টাইটেল সহযোগে। চরণ চিত্রণ পর্বে নিজের শিল্পজগৎ নিয়ে বলেছেন তরুণ শিল্পী তানভীর মালেক। তার সঙ্গে শিল্পী সালভাদর দালির শিল্পসাধনা নিয়ে আলাপ করেছেন উপস্থাপক। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে শান্তি ও ভালোবাসার গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।