ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

একই সুতোয় ইরেশ যাকের ও সাবিলা নূর

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ৯ আগস্ট ২০২৪

একই সুতোয় ইরেশ যাকের ও সাবিলা নূর

.

ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত মাঙ্কি বিজনেসনাটকে অভিনয় করেছিলেনতবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নিএবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিন শেয়ার করছেনঅপূর্ণ রুবেলের রচনায় তারা দুজন সুতোনাটকে অভিনয় করেছেনপরিচালনা করেছেন ইমরাউল রাফাত

ভীষণ আবেগী গল্পের এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছেবিশেষত নাটকে ইরেশ, সাবিলা ও পার্থর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শকনাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, সত্যি বলতে কী সাবিলা এখন খুব ভালো অভিনয় করেআর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালো লাগেকারণ তখন কাজটা খুব ভালো হয়আর সাবিলা এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী

যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেনএটা সাবিলা শ্রম দিয়ে তার অভিনয় দিয়ে অর্জন করেছেসুতোনাটকটির গল্প খুব ভালো লেগেছে আমার, নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছিসাবিলা নূর বলেন, দীর্ঘ দশ বছর পর আমরা অবশেষে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলামএর আগে মাঙ্কি বিজনেসনাটকে অভিনয় করেও তখন আমাদের স্ক্রিন শেয়ার করা হয়নিএবার একসঙ্গে অভিনয় করা হলোইরেশ ভাই একজন অভিজ্ঞ শিল্পীতার সঙ্গে কাজ করার মানে হলো নতুন কিছু শেখা, অভিনয় সম্পর্কে আরও বিষদ জানাকাজের ফাঁকে ফাঁকে তা আরও জানা হলোইমরাউল রাফাত ভাই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতাদীর্ঘদিন পর তার নির্দেশনায় কাজ করেও শান্তি পেলাম, একটা খুব ভালো কাজ হলোআমি কাজটি নিয়ে খুব আশাবাদী ছিলাম, নাটকটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছিধন্যবাদ রাফাত ভাইকে

 

×