ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

শোতে ফেরার অপেক্ষায় তারা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৫, ৯ আগস্ট ২০২৪

শোতে ফেরার অপেক্ষায় তারা

.

এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  তার সঙ্গে তেরোজন উপদেষ্টাও দায়িত্ব নিয়েছেনআশা করা যাচ্ছে শীঘ্রই দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেদেশের অন্যান্য অঙ্গনসহ সংস্কৃতি অঙ্গনেও স্বাভাবিক অবস্থা ফেরার প্রত্যাশায় শিল্পীরাজীবন চলার পথে গানই যাদের পেশা তাদের জীবনও অন্যান্য সবার মতোই স্থিতিশীল হয়ে আছেঠিক কবে নাগাদ শিল্পীরা গানে গানে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এটাও এখনো নিশ্চিত নয়

এই প্রজন্মের সংগীতশিল্পী শারমিন কেয়া, ইয়াসমিন লাবণ্য, মৌলি মজুমদার, তানজিন মিথিলা ও ইসফাত আরা কায়সার রনিসহ অনেকে স্টেজ শোতে ফেরার অপেক্ষায়শারমিন কেয়ার বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান আছেবছরজুড়েই তিনি কিছুদিন পর পর নতুন নতুন মৌলিক গান প্রকাশ করতেও ভালোবাসেনস্টেজ শোতে ইংরেজি গান গাইতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেনপাশাপাশি ফোক আধুনিকও তিনি দারুণ পরিবেশন করেনতার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান লুফর হাসানের লেখা ও এহসান রাহির সুর করা ছুঁইও নাগানটিইয়াসমিন লাবণ্যর কণ্ঠে সোনালি দিনের গান বেশি শ্রুতিমধুর হয়ে ওঠেবাংলা আধুনিক গানে একদম নতুন যে প্রজন্মটি চলছে সেখানে ইয়াসমিন লাবণ্যর অবস্থান বলা যায় শীর্ষেতাকে নিয়ে অনেক সংগীত পরিচালকই কাজ করছেন এখনশিল্পীরাও তার সঙ্গে দ্বৈত গানে আগ্রহী হয়ে উঠছেন

গানের পাশাপাশি উপস্থাপনাতেও অনবদ্য লাবণ্যমৌলি মজুমদার মূলত একজন ফোক ঘরানার শিল্পীতার কণ্ঠে ফোক গান এক অন্যরকম মাত্রা পায়হাবিব ওয়াহিদের সঙ্গে তার প্রথম গান থামবে না ভালোবাসাশ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেএ ছাড়াও কিছুদিন আগে রাধারমন দত্তের লেখা ও সুর করা কারে দেখাবো মনের দুঃখগানটি শোভন রায়ের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে চমকার গেয়েছেন মৌলি মজুমদারমিথিলার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল তার নিজেরই লেখা, সুর করা আঁধো আঁধোগানটি

×