নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি
ঈদে সিনেমার পাশাপাশি দর্শকের আগ্রহ এখন নাটকে। ইউটিউবের ভিউয়ের দিকে তাকালে সেটি স্পষ্ট হয়ে ওঠে। প্রতি ঈদেই টিভি পর্দায় ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ৬শ’র মতো নাটক প্রচারে আসে। তবে এর সিংহভাগ দর্শক দেখেন ইউটিউবে। একটি নাটক ইউটিউবে আসার অল্প সময়ে মিলিয়ন ভিউ হওয়ার রেকর্ডও করছে আজকাল। ব্যতিক্রম নয় ঈদের নাটকগুলোও। এবার ঈদেও তারই ধারাবাহিকতায় বেশ কিছু নাটক ইউটিউবের বিভিন্ন ট্রেন্ডিংয়েও আসে।
এখন পর্যন্ত ঈদে প্রচারে আসা নাটকগুলোর মধ্যে এগিয়ে থাকা কয়েকটি নাটকের মধ্যে একটি হলো ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত হয়েছে ঈদের পর দিন। তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি ইউটিউবে প্রকাশের পর তুমুল সাড়া ফেলেছে। এক দিনেই নাটকটি দেখেছেন ২৩ লাখের বেশি মানুষ। বহু দর্শক নাটকটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন। গাজী নামের একজন লিখেছেন, ফ্যামিলি নিয়ে দেখার মতো নাটক, এ রকম গল্প এখন হারিয়ে গেছে প্রায়! এ রকম সুন্দর সুন্দর আরও নাটক চাই। এই ঈদে এ রকম নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ ঈদে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে মুশফিক অভিনীত ‘মাস্তান’ নাটকটিও।
১৫ জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রুবেল আনুশ পরিচালিত নাটকটি। এতে মুশফিকের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। ৫৬ মিনিট ২৯ সেকেন্ডের নাটকটি লিখেছেন আব্রাহাম তামিম। গ্রামীণ পটভূমির নাটকটি নির্মিত হয়েছে ঈদকে কেন্দ্র করে। নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। মন্তব্যের ঘরে আলীম খান নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষ দশ মিনিট চোখ দিয়ে শুধু পানি পড়েছে। আসলে যাঁরা গরু ভালোবাসেন, তাঁরাই বুঝবেন নাটকটির মাহাত্ম্য।’
এ সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ জুটির ‘শ্বশুরবাড়ির আপ্যায়ন’ নাটকটিও দর্শকের পছন্দের তালিকায় এগিয়ে আছে। শ্বশুরবাড়ির প্রেক্ষাপটে কমেডি ধাঁচের নাটকগুলো কয়েক বছর ধরেই দর্শকরা পছন্দ করছেন। এ ধরনের নাটকের মধ্যে নতুন সংযোজন এই নাটক। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে ১৬ জুন মুক্তি পেয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন মোহন খান। দর্শকের পছন্দ ও ইউটিউব ট্রেন্ডিংয়ে আরও আছে তৌসিফ-তানজিন তিশা অভিনীত ‘ফ্যামিলি’।