ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

নচিকেতা আর আসিফ আলতাফের ‘লক্ষ্য একই’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৪ জুন ২০২৪

নচিকেতা আর আসিফ আলতাফের ‘লক্ষ্য একই’

.

কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী বাংলাদেশের শিল্পী আসিফ আলতাফ দুই বছর আগেকাঁটাতারশিরোনামে একটি গান করেন। গানটি ঢাকা কলকাতাসহ বাংলা ভাষাভাষী দর্শকের মাঝে আলোড়ন ফেলে দেয়। শিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও গাইলেন আসিফ আলতাফের সঙ্গে।লক্ষ্য একইশিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর দিয়েছেন আসিফ আলতাফ।

দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। আসছে ঈদে আসিফ আলতাফ অফিসিয়াল চ্যানেলে মুক্তি পাবে গানটি। এতে জীবনমুখী শিল্পী নচিকেতা রাজপথের লড়াকু সৈনিক আসিফ আলতাফকে গানে গানে সংগ্রাম, ব্যর্থতা স্বপ্নের কথা বলতে শোনা যাবে। গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, এর আগে আমরা কাঁটাতার শিরোনামে একটা গান করেছি। আমার ভীষণ পছন্দ হয়েছিল গানটা। দারুণ একটা বক্তব্য ছিল। যার ফলে খুব জনপ্রিয় হয়েছিল। সেই আশা নিয়ে আমরা আরেকটা গান বানিয়েছি। তিনি বলেন, এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে।

আমাদের ভাবনা-চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবেভাবে, কলকাতায় বসে আমিও প্রায় রকমই ভাবার চেষ্টা করি। নচিকেতার সঙ্গে ডুয়েট প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, শ্রদ্ধেয় নচিকেতা চক্রবর্তী শুধু আমার না, সব বাঙালির পছন্দের শিল্পী। তিনি অসাধারণ সব গান গেয়ে আমাদের শৈশব রাঙিয়ে দিয়েছেন।

×