ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আমি আক্রোশের শিকার ॥ জায়েদ খান

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ৩ মার্চ ২০২৪

আমি আক্রোশের শিকার ॥ জায়েদ খান

জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টানা চার বছর দায়িত্ব পালন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এবার তার সদস্য পদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে জায়েদ খান বলেন, সদস্য পদ বাতিলের বিষয়ে আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি।
চিঠি পেলে তখন বলতে পারব কেন ওরা এমনটা করেছে। জায়েদ খান আরও বলেন, আমি একজন ব্যক্তির আক্রোশের শিকার হয়েছি। শিল্পী সমিতিতে সে নিজের মতো করে সব সিদ্ধান্ত নিচ্ছে। আমার সদস্য পদ বাতিলের সিদ্ধান্তের আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই কাজটিও তারা করেনি। এমনকি কিছু জানানোও হয়নি। তারা একের পর এক অন্যায় পদক্ষেপ নিচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।

×