ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

অভিনয়ে মনোযোগী মিমি

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

অভিনয়ে মনোযোগী মিমি

.

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ে মনোযোগী হলেন। অভিনেত্রী এখন তার পুরোটা সময়ই অভিনয়কে দিতে চান। তিনি কয়েকদিন ধরে আলাপ ছবির শূটিংয়ে ব্যস্ত ছিলেন। ২৩ ফেব্রুয়ারি এই ছবিতে তার অংশের শূটিং শেষ হয়েছে। মিমির হাতে এখন ভরপুর কাজ। নতুন বছর পড়তে না পড়তেই দুটো ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তার। ছাড়া শোনা যাচ্ছে আগামীতে তাকে একটি বাংলাদেশী ছবিতে দেখা যাবে। সেখানে তার বিপরীতে থাকবেন শাকিব খান। গেল কয়েক বছর অভিনেত্রী রাজনীতিতেও বেশ ব্যস্ত সময় পার করেন। তবে এর মধ্যে রাজনীতি থেকে সরে দাড়াচ্ছেন তিনি। কিছুদিন আগেই একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী

শুধুই কি তাই, যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য পদ থেকে পর্যন্ত তিনি ইস্তফা দিতে চেয়েছেন। তার জন্য ইতোমধ্যেই তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। লোকসভা ভোটের আগে তার এই সিদ্ধান্ত দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। এদিকে জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে যে, আদৌ আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে দাঁড়াবেন তো? ভোটের ময়দানে নামবেন তো? এই প্রশ্নগুলোর সদুত্তর এখনো মেলেনি। তবে মিমির এখন সম্পূর্ণ ফোকাস যে অভিনয়েই সেটা বলার অপেক্ষা রাখে না। গ্ল্যামারকন্যা কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি রাজনীতিক নন আর সেটা হতেও চান না। রাজনীতি করলে অনেকেই তাকে গালাগাল করে থাকেন। কারও কোনো ক্ষতি না করেও সেসব শুনতে তিনি মোটেই রাজি নন বলেও জানিয়েছেন।

 

×