ফসিলস ব্যান্ডের সদস্যরা
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলস। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টে অংশ নেয় দলটি। কিন্তু এই কনসার্টে অংশ নেওয়ার আগে একটি বিশেষ কাজ সেরেছেন ফসিলস সদস্যরা। ঢাকার ঐতিহাসিক ধানম-ির ৩২ নম্বর বাড়িতে গেছেন তারা। বঙ্গবন্ধুর সেই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও হয়েছেন ব্যান্ডটির সদস্যরা। সেই ছবি অন্তর্জালে তুলে রাখলেন ফসিলসের ড্রামার তন্ময় দাস। সঙ্গে লিখলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমরা। অসাধারণ গা ছমছমে অভিজ্ঞতা। মিউজিয়াম কর্তৃপক্ষের আতিথেয়তায় মুগ্ধ। ভিনদেশের শিল্পী হয়েও বাংলাদেশের ইতিহাসের প্রতি ফসিলস সদস্যদের এই আগ্রহ ও ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
এদিকে শুক্রবার বিকেল ৪টার পর শুরু হয় ঢাবির ওই কনসার্ট। সবশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে ওঠে ফসিলস। রাত ১২টার দিকে তাদের পরিবেশনা শুরু হয়। সেটা চলে রাত ২টা অবধি। ব্যান্ডটির পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাসও দেখা গেছে বেশ। পরিবেশনা শেষে মঞ্চে দাঁড়িয়ে ফসিলসের ভোকাল ও দলনেতা রূপম ইসলাম বলেছেন, জয় বাংলা- এটা আমাদের সবার মন্ত্র। এই মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা আমাদের মঞ্চের স্লোাগান ‘জয় রক’ বলেছেন, তার জন্য অনেক ধন্যবাদ।