দিনেশ ফাডনিস
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি-তে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা দীনেশ ফাডনিস মঙ্গলবার ৫৭ বছর বয়সে মারা গেছেন।
তাঁর সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি, যিনি শোতে দয়া-র চরিত্রে অভিনয় করেছেন, তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” অভিনেতা মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দয়ানন্দ বলেন, 'দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।'
এবি