
পূর্ণিমা
বয়স যেন তার সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অনেকেই বলে থাকেন বয়সের সঙ্গে আরও বেশি সুন্দর হয়ে উঠছেন। বলছি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার কথা। দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ঘরে তুলে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। পূর্ণিমা এখন আর শুধু চিত্রনায়িকা পরিচয়ের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি। অভিনয়ের বাইরে মডেলিং, উপস্থাপনা, রিয়্যালিটি শোয়ের বিচারকাজ এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও তিনি দারুণ জনপ্রিয়।
ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে রয়েছে তার কয়েক মিলিয়ন অনুসারী। এসবের মাঝেই এ অভিনেত্রী নতুন করে আবার আলোচনায় আসলেন। সিনেমার ক্যারিয়ারের দুই যুগ পার করে জানালেন তিনি ফিল্ম পলিটিক্সেসের শিকার হয়েছেন। তার ভাষ্য, ‘তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও পলিটিক্সের শিকার! অনেক সিনেমা থেকেই আমাকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে।’ অভিনেত্রীর এমন কথায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
ভক্তরাও প্রশ্ন তুলেছেন, কাদের জন্য পলিটিক্সের শিকার হয়েছেন তিনি? সেই নামগুলো যেন তিনি নিজ থেকেই ফাঁস করেন। এরইমধ্যে এ নায়িকাও জানালেন, শিগগিরই এ বিষয়ে স্পষ্ট করে সবটা জানাবেন। পূর্ণিমা বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সবকিছু বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি আর কারা আমায় এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।’ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মহড়ার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি। অভিনেত্রীর এখন কেন কম কাজ করছেন সেটি নিয়েও জানান।
তিনি বলেন, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তো বা ম্যাচ করতে পারছি না।’ পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজে। কাজল আরেফিন অমির পরিচালনায় যেটা গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল। ওটিটির কাজ নিয়েও এ অভিনেত্রীর আপত্তির কথা জানান। আপত্তিকর দৃশ্য করতে পারবেন না বলে এ মাধ্যম থেকে দূরে আছেন বলেও তিনি মন্তব্য করেন। আর বলেন, ‘কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না।
ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।’ এদিকে পূর্ণিমা অভিনীত একটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘আহারে জীবন’ নামের ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। নায়িকা জানান, এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া সেরে শিগগিরই মুক্তি পাবে।