ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

প্র্রধানমন্ত্রীর সহযোগিতা চান অভিনেত্রী আফরোজা

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্র্রধানমন্ত্রীর সহযোগিতা চান  অভিনেত্রী আফরোজা

.

গুণী অভিনেত্রী আফরোজা হোসেন ক্যান্সারে আক্রান্ত। গেল বছর সেপ্টেম্বরে তার ইউটেরাসে ক্যান্সার ধরা পড়ে। তা এখন মেরুদন্ডে হাড়ে ছড়িয়ে পড়ছে একটু একটু করে। দুই ছেলের এবং নিজের যা আয় ছিল তা দিয়ে কোনো রকম চিকিৎসা করে গেছেন আফরোজা। তার এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ এবং এর সভাপতি আহসান হাবিব নাসিম, আইন কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। চেষ্টা করছেন সবার সাধ্যের মধ্যে থেকে আফরোজা হোসেনকে সহযোগিতা করার। কিন্তু তা দিয়ে তার পুরো চিকিৎসা চালিয়ে নেয়াটাও যেন অনেক কঠিন। পাশাপাশি সংসারের অন্যান্য খরচ তো রয়েছেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরাসরি সহযোগিতা চেয়ে আফরোজা হোসেন বলেন, আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমার অভিনয় শিল্পী সংঘ-পরিবারের প্রতি। তাদের কাছে আমি ঋণী। প্রতিনিয়তই তারা আমার খোঁজখবর রাখছেন। বিশেষভাবে কৃতজ্ঞ নাসিমের কাছে। তবে নিজের ক্যান্সার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে উঠা আমার জন্য সত্যিই খুব কঠিন।

তাই আমাদের সবার প্রিয় মমতাময়ী মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমার এই দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা চাইছি। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

আজ থেকে বহুবছর আগে বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো বাংলাদেশ সরকারের সহযোগিতায় মামুনুর রশীদ নির্মাণ করেছিলেনআনন্দ পাঠ আসর ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম নাটক। এরপর তিনি মামুনুর রশীদেরইঠ্যাটারু নাটকে অভিনয় করেন।

×