
সম্মাননা গ্রহণ করছেন আতাউর রহমান
‘সদরুল পাশা স্মারক সম্মাননা’ পেলেন মঞ্চসারথী আতাউর রহমান। অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫০ বছর উদযাপনের সূচনা লগ্নে শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদান করা হয় ‘সদরুল পাশা স্মারক সম্মাননা’। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন এই সম্মাননা প্রদান করা হয় নাট্যান্দোলনের অন্যতম পথিকৃৎ মঞ্চসারথী আতাউর রহমানকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও বিশেষ অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অরিন্দমের সভাপতি আকবর রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত। প্রয়াত নাট্যব্যক্তিত্ব সদরুল পাশার স্মৃতিচারণ করেন তার ছোট ভাই গীতিকবি আসিফ ইকবাল।
মানপত্র পাঠ করেন অরিন্দম সদস্য কাজল সেন। প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, জীবনটাই একটা নাটক, যার শুরু আর শেষ কোথায় আমরা জানি না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংস্কৃতি বিকাশে নাটকের এক বিশাল ভূমিকা রয়েছে। আর সেই নাট্য আন্দোলনে অরিন্দমের ভূমিকা অনস্বীকার্য। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মঞ্চসারথী আতাউর রহমান বলেন, চট্টগ্রাম আমার প্রথম বাড়ি। আমি সাংঘাতিকভাবে চট্টগ্রামের কাছে ঋণী। এখানে যা শিখেছি, বাকি জীবনে তা আর কোথাও শিখিনি। এখানে এ পুরস্কারটা নিতে এসেছি, কারণ এখানে হৃদয়ের স্পর্শ আছে। তিনি বলেন, নাটক জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করতে জানে। সদরুল পাশার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের, বলা চলে আত্মীয়তার বন্ধন। চট্টগ্রামে থেকে আমি মানুষ হতে পেরেছি কিনা জানি না, তবে অমানুষ হইনি।