ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আগুনের কণ্ঠে ’অনুনয়’

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আগুনের কণ্ঠে ’অনুনয়’

কণ্ঠশিল্পী আগুন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে প্রকাশ হলো 'অনুনয়' শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। 

ভিডিও পরিচালনা করেছেন  সৈকত রেজা। বৃহাস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে।

গানটি প্রসঙ্গে আগুন বলেন, গীতিকার গানটির কথাগুলো দারুণভাবে সাজিয়েছেন। এটি ভালো কথা ও সুরের একটি গান বলতে পারি। যারা ভালো গান শুনতে পছন্দ করেন তাদের মনে গানটির কথা ও সুর দাগ কাটবে।

গীতিকার জামাল হোসেন বলেন, আমাদের এখানে যারা ভালো কথা ও সুরের গান করেন  তাদের মধ্যে আগুন অন্যতম। এ গানটি আগুনের শ্রোতাদের ভালো লাগবে। এখন অনেকে ভিউয়ের জন্য গান করেন। আমি মনে করি, কিছু গান ভিউ ছাড়াও যুগ যুগ থাকে। এ গানটি আমার কাছে তেমনই বলবো।

এসআর

×