ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৃথিবীকে মানুষের হাত থেকে বাঁচানোর অনুরোধ কঙ্গনার

প্রকাশিত: ১১:১৮, ৩১ মে ২০২৩; আপডেট: ১১:২৩, ৩১ মে ২০২৩

পৃথিবীকে মানুষের হাত থেকে বাঁচানোর অনুরোধ কঙ্গনার

কঙ্গনা রানাউত

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। যে কোনো বিষয়েই নিজের মতামত দিতে পছন্দ করেন তিনি। রাজনীতি হোক বা সামাজিক বিষয়- তার বিচারবুদ্ধির আওতার বাইরে নেই কোনো কিছুই। 

এবারও তার ব্যতিক্রম হলো না। মানুষের হাত থেকেই এই পৃথিবীকে বাঁচানোর অনুরোধ রাখলেন বলিউড এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে তাঁবুর বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জঞ্জাল। পলিথিন ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল, কী নেই সেই জঞ্জালের স্তূপে! পাহাড়ের পাথুরে জমির দেখা নেই, সেখানে শুধুই জঞ্জাল। 

 

ভিডিওর বিবরণীতে লেখা, এভারেস্ট বন্ধ করে আগে এদিকে নজর দেওয়া হোক। 

টুইটে কঙ্গনা লেখেন, যারা মনে করেন মানুষ ঈশ্বরের সব থেকে প্রিয়, তাদের এই ভিডিওটা দেখা উচিত। এটা দেখেই বোঝা যায়, মানুষ আসলে ঈশ্বরের সব থেকে অপছন্দের জীব। যেখানে মানুষ যায়, নিজেদের নোংরা সেখানে ফেলে দিয়ে আসে। এই পৃথিবীকে এখন মানুষের হাত থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসআর

×