ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই চ্যাম্পিয়নের পথচলার দেড় দশক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ২৯ মে ২০২৩

দুই চ্যাম্পিয়নের পথচলার দেড় দশক

ঝিলিক ও লিজা 

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী লিজা ও ঝিলিক। দুজনেরই সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। লিজা ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর আয়োজনে চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় ঝিলিক চ্যাম্পিয়ন হন। গানের ভুবনে এর পর দুজনেরই পথচলা শুরু হয় পেশাগতভাবেই। লিজার প্রথম মৌলিক গান ছিল ‘ভুল করে যদি কখনো মনে পড়ে আমাকে’। অন্যদিকে ঝিলিকের প্রথম মৌলিক গান ছিল ‘কৃষ্ণচূড়া’। এরপর দু’জনই আরও কিছু শ্রুতিমধুর মৌলিক গান প্রকাশ করেছেন। লিজা বলেন, আমার আজকের অবস্থানের  নেপথ্যে আমার বাবা, মা এবং আমার ছোট ভাই শুভর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এর পর যাদের কাছে গান শিখেছি, যারা রিয়্যালিটি শোতে আমাকে নির্বাচিত করেছেন এবং পরবর্তীতে আমার প্রতিটি গানের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞ।

শ্রোতা দর্শকের ভালোবাসায় সত্যিই আমি সিক্ত। আর সংগীত জীবনে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের সান্নিধ্য এবং তার স্নেহ পাওয়াই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ঝিলিক বলেন, আমার আজকের আমি হয়ে ওঠার নেপথ্যে সবচেয়ে বড় অবদান আমার বাবা, মায়ের। আর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম ও সাবিনা ইয়াসমিন ম্যামের প্রতি আজীবন কৃতজ্ঞ যে তারা আমাকে সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন করেছিলেন। দেড় দশকের পথচলায় গানকেই বুঝেছি, ভালোবেসেছি, শুদ্ধ সংগীত চর্চায় নিজেকে নিবেদিত করে রেখেছি।

×