
অভিনেত্রী শোলাঙ্কি
গাঁটছড়া সিরিয়াল থেকেই কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি অভিনীত খড়ি চরিত্রটি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল।
একটানা গাঁটছড়া শ্যুটিংয়ের পর যখন তিনি এই সিরিয়াল থেকে বিদায় নিলেন তখন আর অন্য কোনও কাজ না করে শোলাঙ্কি সোজা পাড়ি দেন পাহাড়ে। আর সেখান থেকে ফিরে এসেই তিনি শরীরচ্চায় মনোযোগ দিলেন।
ছুটি শেষ করে ফের কাজে ফিরছেন তিনি। কিন্তু সেজন্য নিজেকে ফিট রাখাটা জরুরি। তাই জিমে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম আজতাকের খবরে বলা হয়, নতুন সিনেমা ও সিরিজে ফিরবেন শোলাঙ্কি। তার আগে নিজেকে আরও গ্ল্যামারাস করে তুলতে চান।
জিম করার সেই ভিডিও শোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী কার্ডিও, পুশ আপসহ একাধিক শরীরচর্চার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন।
তবে সেখানে মন্তব্য করছেন অভিনেত্রীর বন্ধু ও নেটিজেনরা। সহ-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও লেখেন, “ওরে না পাগলি! খাবি কী?”
প্রসঙ্গত, কিছুদিন পরেই মুক্তি পাবে শোলাঙ্কির নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’।
টিএস