ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিত্রনায়ক ফারুক আর নেই

প্রকাশিত: ১০:৩৫, ১৫ মে ২০২৩

চিত্রনায়ক ফারুক আর নেই

নায়ক ফারুক

ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক ফারুকের ছেলে শরৎ। সিঙ্গাপুরের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক ফারুক।

তিনি বলেন, ‘আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আব্বু মারা গেছেন। আমার আব্বুর জন্য দোয়া করবেন। তার মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।’

২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 

প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

এমএইচ

×